ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় স্কুলের দু’তলার বারান্দা পড়ে মরিয়ম আক্তার মীম নামে এক ৬ষ্ঠশ্রেণীর ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে রহমতে আলম একাডেমিতে। আহত মীম হাজীর বাজার এলাকার মিনাজুর রহমানে মেয়ে।

জানাযায়,ঘটনার সময় মীম স্কুল ভবনের দ্বিতীয় তলার বারান্দার দেয়ালের উপর বসে ছিল। এ সময় হঠাৎ দুতলা থেকে নিচে পড়ে যায়। এতে মীমের মুখ মন্ডলে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় এবং বাম পা ভেঙে গুরুতর রক্তাক্ত জখম হয়। তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মীমের মা আফরোজা আক্তার শিমু ওই স্কুলে আয়া পদে কর্মরত আছেন।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোতাছিম বিল্লাহ জানান, আমরা মীমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার বাবা মিজানুর রহমান সেখানে চিকিৎসা না করিয়ে চুরখাই কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম জানান, মীম দু’তলা ভবনের বারান্দার দেয়ালে বসে পা ঘুরানোর সময় নিচে পড়ে আহত হয়। সে কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাম পা ভেঙে যাওয়ায় পা প্লাস্টার করে টানা দিয়ে রাখা হয়েছে। যদি ঠিক মতো হাড্ডি না বসে বৃহস্পতিবার অপারেশন করা হবে।