সিরাজুল ইসলাম আতশি : হাওড় বেষ্টিত কিশোরগঞ্জ জেলার মধ্যে অষ্টগ্রাম উপজেলাটি অন্যতম। অষ্টগ্রাম উপজেলাটি ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। দেওঘর, কাস্তল, অষ্টগ্রাম সদর, বাংগল পাড়া, কলমা, আদমপুর, খয়েরপুর, ও পূর্ব অষ্টগ্রাম। যার উত্তরে মিঠামইন, দক্ষিনে নাসির নগর, পূর্বে লাখাই এবং পশ্চিমে বাজিতপুর উপজেলা। যার জন সংখ্যা প্রায় দুই লক্ষ। অষ্টগ্রামের মহিষের দুধের পনি সুখ্যাতি দেশব্যাপি। এছাড়া অষ্টগ্রাম কুতুব শাহ মসজিদ হাওড় ভ্রমন পিপাসুদের নজরকাড়ে সর্বত্র।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সরগরম অষ্টগ্রামের স্থানীয় রাজনীতি। হাট বাজার, রাস্তা ঘাট পোস্টার ব্যানারে চেয়ে গেছে।
পাশাপাশি সমাজিক যোগাযোগ মাধ্যম সহ পাড়া, মহল্লা, মিটিং পথ সভা, গণসংযোগ ও কুশল বিনিময় করেছেন।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি বলেন, বেশ কিছু অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আর দূর্নীতি মুক্ত অষ্টগ্রাম দেখতে ও নিরাপদ আবাসন ভূমি হিসাবে রেখে যেতে আমার এই নির্বাচন।
অপরদিকে চেয়ারম্যান প্রার্থী এ এফ মাশুক নাজিম বলেন, আমি চেয়ারম্যান হলে অষ্টগ্রামকে দালাল মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্মার্ট অষ্টগ্রাম গড়তে চান বলে আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমেদ কমল, মনিরুজ্জামান লিটন, সৈয়দ মহিতুল ইসলাম অসীম চেয়ারম্যান পদে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
ভাইস চেয়ারম্যান পদে এম এ আজিজ মাহমুদ, মানিক দেবনাথ, গোলাম রসুল ভূঞা এবং আল আমিন সরকার, পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ চায়না সোয়াব আশরাফি, মোছাঃ নাছিমা বেগম এবং খুশেদা আক্তার শেলী সহ অন্যান্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আগামী ১৮ই মে ২য় ধাপে অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কে কে থাকছে তফসিল ঘোষনার পর জানা যাবে।