ফুলপুর সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুস সালাম নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, তিনি শাইলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বাড়ি ছনধরা ইউনিয়নের বাঁশাটী উচ্চ বিদ্যালয় সংলগ্ন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠলে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।