ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঝুলন্ত অবস্থায় মোছাঃ আনোয়ারা খাতুন (৪৭) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
ভালুকা মডেল থানা পুলিশ গত শনিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বারশ্রী মো. দেলুয়ার হোসেনের বসত ঘর থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি মোঃ দেলোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বারশ্রী গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের বসত ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় গত শনিবার (২৩ মার্চ) বিকেলে মোছা. আনোয়ারা খাতুনের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই ঘটনায় আনোয়ার বড় বোন নূরজাহান বাদী অপমৃত্যু মামলা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে করে।
নিহতের পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায়,২/৩মাস পূর্বে আগে মোছাঃ আনোয়ারার মেয়ে প্রেম করে অন্য এক ছেলে বিয়ে করে। সেই বিয়ে দেলোয়ার হোসেন মেনে নেননি। মেয়েকে আসন্ন ঈদে বাড়িতে আনাতে জন্য আনোয়ারা তাঁর স্বামীকে বললে তার স্বামী এ বিয়ে মেনে নিবেন না বলে জানান। এ ঘটনায় অভিমান করে সে ফাঁসিতে আতœহত্যা করে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এস আই মালা জানান, লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।