নিজস্ব প্রতিনিধি : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঘাটাইল এরিয়ার সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪ মোমেনশাহী সেনানিবাসের ১৩ বীর ও ৮ ই বেংগল প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে।
রবিবার সমরাস্ত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধূরী এসবিপি, বিএসপি, এনডিসি, পিএসসি, এমফিল।
এসময় জিওসি, ১৯ পদাধিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধূরীসহ শহীদ সালাহউদ্দিন, বঙ্গবন্ধু এবং মোমেনশাহী সেননিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অনান্য সৈনিকগন উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি ২৫ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।