নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুররের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে ৯ টি চুরি হওয়া ফ্যানসহ চারজনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

রবিবার ভোররাতে শহরের আড়াইআনী বাজার ও গোল্লারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোল্লারপাড় এলাকার মৃত তরিম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী (৪৮) সহ শহরের আড়াইআনী বাজার বোতলভাঙা এলাকার ৩ জনকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে ০৯ টি সিলিং ফ্যান চুরি হয়। অভিযোগ পেয়ে নালিতাবাড়ী থানার এসআই কামরুল হাসানসহ পুলিশ সদস্যরা রাতভর অভিযান চালিয়ে ০৯ টি সিলিং ফ্যান উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফ্যান চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।