নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মোটরসাইকেল চালক জহিরুল (২০)। নিহত জহিরুল ফুলপুর উপজেলার খড়িয়াপাড়া মুন্সিবাড়ির জালাল উদ্দিনের পুত্র।

রবিবার দুপুর দেড় ১টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর উপজেলার আলোকদী এলাকায় দাওয়া ইট ভাটার সামনে এ ঘটনা ঘটে।

শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ময়মনসিংহের দিকে আর মোটরসাইকেলটি ফুলপুর হতে ধোবাউড়ার দিকে যাচ্ছিল। পরে বাসটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক জহিরুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তারের প্রক্রিয়া চলছে।