জামালপুর সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে বালতির পানিতে ডুবে সাত মাস বয়সী রিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ওই এলাকার নুসু মিয়ার সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশুটি তার দাদা বানেজ উদ্দিনের সঙ্গে খাটে ঘুমাচ্ছিলেন। এসময় বানেজ উদ্দিন জ্বরে কাতরাচ্ছিলেন। দুপুরে তাঁর মাথায় পানি দেওয়ার পর বালতি খাটের নিচে রাখা হয়। বিকেলে সকলের অগোচরে ঘুমন্ত অবস্থায় শিশুটি উল্টে বালতির পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। বিষয়টি অত্যন্ত দু:খজনক।