মো. আবুল কালাম আজাদ : সোনালী ব্যাংকের বিনা শাখায় সদ্য নির্মিত পতাকা মঞ্চে সোমবার (২৫ মার্চ) সকালে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম।

এসময় আরও উপস্থিতি ছিলেন বিনার প্রশাসন শাখার পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, প্রশিক্ষণ শাখার পরিচালক ড. মো. ইকরাম উল হক, গবেষণা সমন্বয়ক ড. মো. সিদ্দিকুর রহমান, প্রশিক্ষণ শাখার মো. কামরুল ইসলাম খান, সোনালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হক সেলিম, প্রিন্সিপাল অফিসের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার, বিনার মহাপরিচালকের একান্ত সচিব মো. শাহ আব্দুল্লাহ আল মামুন।

পতাকা উত্তোলনের শুরুতেই বিনা শাখার ম্যানেজার বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতার্কিক ও বাংলাদেশ বেতারের উপস্থাপক মো. আবুল কালাম আজাদ বিনার মহাপরিচালক, ব্যাংকের বিভাগীয় প্রধানসহ অপরাপর নির্বাহী ও কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন সকল নির্বাহী ও কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, উত্তাল মার্চের এইক্ষণে সোনালী ব্যাংকের বিনা শাখার সদ্য নির্মিত পতাকা মঞ্চে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এবং তিনি তার বক্তব্যে বিনা শাখার বর্তমান ব্যবস্থাপনার প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, বিনার শাখার কাজের সুবিধার্থে তিনি সব সময় আন্তরিক সহযোগিতা অবারিত রাখবেন।

সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বিনা কর্তৃপক্ষ কর্তৃক ব্যাংক শাখায় পতাকা মঞ্চ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ সম্পাদন করে দেওয়ার জন্য মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বিনা কর্তৃপক্ষকে আশ্বস্ত করে বলেন, সোনালী ব্যাংকের সকল সেবা সহজতর করার জন্য আমার ব্যাংক শাখাটি সর্বদা আন্তরিক থাকবে।

সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম এবং সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম।

আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন শেষে সোনালী ব্যাংকের বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার জনাব মো. রফিকুল ইসলাম ব্যাংক শাখার সকল কর্মকর্তাদের উদেশ্যে ব্যাংকিং সেবার মান উন্নত করাসহ শতভাগ সততা, নিষ্ঠা ও আন্তরিকতা নিবেদন করে উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। শাখা ম্যানেজার মো. আবুল কালাম আজাদ বিভাগীয় প্রধানকে পুস্প অভিবাদন জানিয়ে বরণ করেন এবং বিভাগীয় প্রধান হিসবে ময়মনসিংহে যোগদান পরবর্তী প্রথম শাখা হিসেবে বিনা শাখাটি পরিদর্শন করাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শাখা ম্যানেজার।