কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কবর, বধ্যভূমি জিয়ারত, দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কবর, বধ্যভূমি জিয়ারত ও দোয়া শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দুয়া পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ গোলাম জিলানী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম), উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সত্যি বলতে, আমরা এখনো সেই মুক্তির জন্য অপেক্ষা করছি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনো শোষণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে এর থেকে উত্তরণের পথ দেখাতে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, উপজেলা এলজিইডি প্রধান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইউনূস আহমেদ, উপজেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুব আলম বাবুল, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।