নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, রাতের খাবারসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯ ব্যাটালিয়ন। বিজিবি সদর দপ্তর গ্রীলসেডের সামনে ৩০০ পরিবারের দুস্থ ও অসহায় মানুষের হাতে ইফতার, রাতের খাবার, চাল, ডাল, আলু, পেয়াজ, সেমাইসহ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এসময় ময়মনসিংহ ব্যাটলিয়ান ৩৯ বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।