ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ধোবাউড়ায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনের প্রথম প্রহরে পুষ্পস্থবক অর্পন করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮ টায় বহুমূখি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়।পরে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার স্টেশন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এসময় ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ জুবায়ের, অফিসার ইনচার্জ চান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, শিক্ষা অফিসার জহির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার বেগম শাহিন, আনসার ভিডিপি অফিসার নৃপেন্দ চন্দ্র বর্মন প্রমূখ। পরিচালনা করেন সহকারী শিক্ষা র্ফিসার ওমর ফারুক।