গোলাম রব্বানী-টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভইঁয়ার সভাপতিত্বে পালিত হয়েছে । সূর্যদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় । সকল সরকারী, আধা সরকারী ব্যাক্তি মালিকানাধীন ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলণ করা হয় । উপজেলা পরিষদের চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা ফলকে উপজেলা প্রশাসন ,বীর মুক্তিযোদ্ধা ও থানা পুলিশ পুস্পস্তবক অর্পন করেন । সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস,স্কাউট,গার্লস গাইড, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক কুচকাওয়াজ প্রদর্শন করা হয় । উপজেলা পরিষদের হল রুমে চিত্রাংকন, আবৃতি, ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ,স্বপ্ন ও স্বাধীনতার চেতনা নিয়ে বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, ওসি বছির আহাম্মেদ বাদল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজিব সাহা, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক সাহা আলম, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সহ আরো অনেকেই । চিত্রাংকন, রচনা শারীরিক কুচকাওয়াজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন । কর্মসূচিতে সরকারী কমকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক,জনপ্রতিনিধি ও সূশিল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । এ ছাড়ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক ভাবে স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছেন ।