স্টাফ রিপোর্টার : ২আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে চোরাই ৫৫ টি মোবাইলসহ তিন জন গ্রেফতার হয়েছে।
গত ২৫ মার্চ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বড়হিস্যা বাজারস্থ পৌরসভা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাব্বির মির্জা(২৪), মোঃ রাসেল আহম্মেদ(৩০)।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। তারা চোরাই মোবাইল কিনে নিকট থেকে লক খুলে মূল আইএমইআই পরিবর্তন করে বিক্রি করে আসছে।
তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৫৫ টি চোরাই উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লক্ষাধিক টাকা। আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।