গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপতের আলগী গ্রামে চাকরি দেওয়ার নামে কৌশলে ডেকে এনে জিম্মি করে অর্থ আদায় চক্রের সদস্য শাহজাহানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযোগে জড়িত আরও দুইজন পলাতক রয়েছে। এ সময় মাকসিদুল গাজি (২৭) নামে এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি খুলনা জেলার কয়রা ইউনিয়নে।
পুলিশ জানায়, আগেও এধরণের অভিযোগে একাধিকবার শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল।
গৌরীপুর থানার ওসি (তদন্ত) মোঃ আল ইমরান জানান, ‘শাহজাহান প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তি দেয়। পরে ঠিকানা মতো কোনো চাকরি প্রত্যাশী এলে তাকে নিজ বাড়িতে নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে। একইভাবে দুদিন আগে খুলনার মাস্টার্স ডিগ্রিধারী মাকসিদুল গাজি নামে বেকার যুবক বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ময়মনসিংহে আসেন। আসার পর তাকে জিম্মি করা হয়। তার বাড়িতে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে শাহজাহান ও তাঁর সঙ্গীরা। পরে লোকজন টের পেয়ে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শাহজাহানকে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী মাকসিদুল গাজি বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন নাপতের আলগী গ্রামের সবুজ ও নান্দাইল উপজেলার শফিকুল।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন- এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগে শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ। সে একটি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে আরও কিছু নাম পাওয়া গেছে। বুধবার শাহজাহানকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।