মোহনগঞ্জ সংবাদদাতা : মোহনগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা: হাফিজা জেসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো: শহীদ ইকবাল, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড ) মো: জাহাঙ্গীর আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দত্ত, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এসএম, সারোয়ার খোকন প্রমুখ। বক্তারা মাদক, কিশোর গ্যাং, যানজট সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।