জামালপুর সংবাদদাতা : জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের পাশে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে নাজমুল হুদা (২৭) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭মার্চ) সকালে রেলওয়ে স্টেশন টিকেট কাউন্টার সংলগ্ন হাবিবুর রহমানের দোকানের পেছনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ময়মনসিংহ সদর উপজেলার ঢোলাদিয়া গ্রামের মো.সুরুজ আলীর ছেলে। জন্মগতভাবেই তার একটি পা ছিল না।

স্থানীয়দের ধারণা, সকাল ১০টার দিকে নাজমুল হুদা বন্ধ করা দোকানের পেছনে প্রসাব করতে যায়। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে স্টিলের তৈরী পুরো দোকানটি বিদ্যুতায়িত ছিল। নাজমুল ওই দোকান স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

জামালপুর রেলওয়ে থানা পুলিশ মৃতদেহটি প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও পরে ফিংগার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’