=কবি এম.টি.আই সুরুজ=
ফাল্গুনে মেঘ ছায়া রকমারি হাওয়া,
আজ আমার তুলতে পারি, যত ব্যথা মায়া।
রহস্যময় প্রেমের সুযোগে নিজে ভুলে গিয়েছ,
পেলাম না এসে পিছু ডাকে সাঝে,
আমি তবু উদাসীন মাঝে।
নিঃশ্বাস দীর্ঘকালের উদিয়মান বয়েছে।
ব্রহ্মপুত্রের সাদা কাশফুলে বনে,
জাগিয়েছো বর্ষা ঋতু পরিবর্তনে।
জানি কোথা আনন্দের ছায়া নিশিতে,
তবে চেয়ে ভুলে যাও অতীতে।
যৌবনে ফিরে আসো আগামী বৃষ্টি ভূমি,
মেঘ বৃষ্টি ধ্রুবতারা ছিলে তুমি।
কবিতা প্রেমে তুমি দুপুরের খোঁজে ,
বৃষ্টি রোদে উপন্যাসে সাজে।
চোখ রাঙানো স্মৃতি মাখা দেশে,
চুমোতে মন ভরে ফুলে গন্ধে রাশে।
মুহুর্তে রক্তের ঘাসে তাজা বুকের জুড়ে,
কখনো বৃষ্টি মেঘ ছায়া দেশে দুলে বোরহান নীড়ে।
(তারিখ-২৩-০২-২০২৪ইং
সবুজ ছায়া
ত্রিশাল, ময়মনসিংহ)