=কামরুল হাসান=
এসেছি একা, তাই যেতে হবে একা
মাঝে কদিনের হলো মিলামেশা হলো দেখা।
তারপর দুচোখের পাতা বুজবে
তোমার রুহু আপনজনকে খুঁজবে।
এতদিন তোমার পাশে যারা ছিল তোমায় ঘিরে
মৃত্যুর পরে তোমাকে কবরে রেখে
চলে যাবে ধীরে ধীরে
নির্জন কবরের নি:সিম শূন্যতা
কেড়ে নিবে তোমার পূর্ণতা।
আলো আর জ্বলবেনা তোমার কবরে
আর কারও নেই দরকার তোমার খবরে।
তোমার আমার মৃত্যুর পর
আমি তুমি হয়ে যাব অতীতের ইতিহাস।
তোমার আমার পরিচয় হবে
কবরে শোয়ানো লাশ।
ওয়াদার বরখেলাপ কখনো নয়
যাকে যা ওয়াদা করেছো তা যেন পূরণ হয়।
(কামরুল হাসান
প্রকাশক ও সম্পাদক
সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ ও ব্যুরো
দি ডেইলী ট্রাইব্যুনাল, ময়মনসিংহ বিভাগ)