গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে ৯৪ ব্যাচের বন্ধুদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় এ উপলক্ষে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রভাতী শরীর চর্চা সংগঠনের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

৯৪ ব্যাচের বন্ধু মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুকের সভাপতিত্বে ও আয়োজনটির প্রধান সমন্বয়কারী সাংবাদিক শেখ মোঃ বিপ্লবের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সমন্বয়কারী মাহামুদুল হাসান বাপ্পি, বিশ্বজিৎ ঘোষ বিপ্লব, আরিফ মাহামুদ সুমন, সাখাওয়াত হোসেন প্রমুখ।