কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাব উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক পিপিএম মহোদয়কে কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃক বরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার,অফিসার ইনচার্জ এনামুল হক পিপিএম,প্রেসক্লাব সাবেক সভাপতি আলমগীর চৌধুরী,সাবেক সম্পাদক সেকুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা,দিলবাহার খান,রফিকুল ইসলাম,হারেছ উদ্দিন ফকির,রাখাল বিশ্বাস,শেখ কামাল প্রমূখ। এসময় অতিথি দুইজনকে ফুলের তোরা ও ক্র্যাষ্ট দিয়ে রবণ করে নেন প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো:আব্দুল্লাহ, কিশোর কুমার শর্মা,সাইফুল আলম দুলাল,রুকন উদ্দিন, কোহিনূর আলম,আতিকুর রহমান আতিক,লাভলী আক্তার।