স্টাফ রিপোর্টার : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (২ এপিবিএন), অধিনায়কের নির্দেশে ২৮ মার্চ ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে মোবাইলের মাধ্যমে এ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মোঃ আবু রায়হান(২৫)। এসময় তার কাছ থেকে ৩ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন এবং ০১ টি ল্যাপটপ জব্দ করা হয়।

আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মোবাইল এ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছে এবং অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে এলাকায় খেলা পরিচালনা করে আসছে।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় মামলা রুজু করা হয়।