টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি লরির সঙ্গে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত হন দুইজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।