ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের গোঁসাই চান্দুরা গ্রামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক অধ্যাপক বিরাজ কৃষ্ণ গোস্বামী (৮০) বৃহস্পতিবার রাত ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন।
তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স করে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে দীর্ঘ ৩৫ বছর সুনামের সাথে শিক্ষকতা করেছেন।
শুক্রবার (২৯ মার্চ) দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।