ফুলপুর সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৯ বোতল আমদানি নিষিদ্ধ মদসহ শিমুল (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের কুরিয়ার ব্রিজ এলাকায় চেক পোস্ট চলাকালীন তাকে আটক করা হয়।

এসময় ফুলপুর থানার এসআই আব্দুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম তার হেফাজত থেকে ভারতীয় ৯ বোতল মদ উদ্ধার করা হয়। আসামি শিমুল হালুয়াঘাটের ধারা ইউনিয়নের টিকুরিয়া গ্রামের শামসুদ্দিনের পুত্র।

ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি শিমুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাকে দুপুরে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।