কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ৩৮ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল। গ্রেফতার দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবুল বাসার (৪২) ও একই উপজেলার নয়নপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে শফিকুল ইসলাম (৬১)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের সংবাদ পেয়ে র্যাবের দলটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের বাঁশমহালের কাছে তল্লাশি চৌকি স্থাপন করে। গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি পিকআপ তল্লাশি চৌকির কাছাকাছি আসলে গাড়িটি থামার জন্য সংকেত দেয়। এ সময় পিকআপটি থামিয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাবের দলটি তাদেরকে ধরে ফেলে। গাড়িটি তল্লাশি করে গাড়ির পিছনের বডির ওপর লোহার শিট দিয়ে মডিফাই করে বানানো বক্সের ভিতর থেকে ৩৮ কেজি গাঁজা এবং গ্রেফতার দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও চারহাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, গ্রেফতার দুজন জিজ্ঞাসাবাদে গাঁজার চালানটি ব্রাহ্মণবাড়িয়া থেকে পাকুন্দিয়ার দিকে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।
এ ব্যাপারে বাজিতপুর থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।