অনলাইন ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাজিবুল হাসান সুজন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকা-সখীপুর সড়কের তক্তারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার বড়চওনা গ্রামের আবদুল বাছেদ মিলিটারির ছেলে।
পারিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসার পথে তক্তারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুজন মারা যায়। এসময় স্থানীয়রা খোঁজ খবর নিয়ে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশটি সুজনের বাড়িতে পাঠিয়ে দেন।
তক্তার চালা বাজারের পথচারীরা বলেন, তক্তারচালা ও দেওদিঘী এলাকায় দিনরাত অবাধে ট্রাক দাঁড়িয়ে থাকে। এ নিয়ে দেখার কেউ নাই।
সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।