ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভরাডোবা উচ্চ বিদ্যালয় এর প্রয়াত শিক্ষক, দাতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং অবসরপ্রাপ্ত, প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ মার্চ বিকেলে ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যাচ ৮৭ সাল থেকে ২০২৪ সাল ব্যাচের ছাত্রদের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষার্থী ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, স্কুলের সাবেক প্রধান শিক্ষক আনিসুজ্জামান।

উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শামীম আহাম্মেদ, আবুল কালাম, আক্কাস আলী, রফিকুল ইসলাম,কামরুল ইসলাম সহ সাবেক শিক্ষার্থী আশরাফ শেখ,সামছুল হুদা বাবুল, আফতাব পাঠান, ইব্রাহিম খলিল, আতিক পাঠান শরিফুল ইসলাম, রহমত আলী,আলী আজগর রতন,দেলোয়ার হোসেন,রুহুল আমিন, সুরুজ্জামান,সাদ্দাম হোসেন,অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ প্রাক্তন প্রায় ৫০০ ছাত্র উপস্থিত ছিলেন।