স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সদর উপজেলাকে একটি ‘মডেল ও স্মার্ট উপজেলায়’ রুপান্তরিত করার লক্ষ্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আবারো প্রার্থী হয়েছেন বর্তমান সফল চেয়ারম্যান আলহাজ¦ আশরাফ হোসাইন।

নির্বাচনকে সামনে রেখে ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা এবং দোয়া চাচ্ছেন আলহাজ¦ আশরাফ হোসাইন। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি। সাধারন ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। উপজেলার বিভিন্ন বাজারের চায়ের দোকান, হোটেল, গ্রাম, পাড়া মহল্লায় চলছে আশরাফ হোসাইনকে নিয়ে আলোচনা।

জানা যায়, করোনাকালীন সময়ে উপজেলার নিন্ম আয়ের মানুষদের মাঝে প্রত্যেক এলাকায় ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এলাকার শিক্ষা, সকল ধর্মীয় প্রতিষ্ঠান, ক্রীড়া ও আর্থ-সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার উল্লেখযোগ্য কার্যক্রমে সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তাই ময়মনসিংহ সদর উপজেলার উন্নতি এবং জনগনের পাশে থেকে সেবা করার লক্ষ্যেই তিনি আবারো উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন।

media image
ছবি

চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ মো: আশরাফ হোসাইন বলেন, আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। আমি সদরের সন্তান। এখানকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই জনপদের মাটি ও মানুষের ভাষা আমি বুঝি।

তিনি আরও বলেন, আমাদের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় প্রেেয়াজনে জীবন উৎসর্গ করব। পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে উজার করার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দলের জন্য কাজ করেছি এবং জোট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করায়, হামলা- মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তবু কখনো পিছুপা হইনি। নানা প্রতিকূলতার মধ্যেদিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি।

তিনি আরো বলেন, জনপ্রতিনিধি হিসেবে জমিজমা সংক্রান্ত বিরোধ, পারিবারিক কলহ, সামাজিক সমস্যা সমাধান, অসহায় মানুষের জন্য খাদ্যসহায়তা, স্বাস্থ্যসেবা উপজেলাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেয়া ও শিক্ষা বিস্তারে অবদান রাখার চেষ্টা করেছি। করোনাভাইরাস হানা দেয়ার শুরুতে রোগীদের সেবা দানে ভূমিকা রাখতে চেষ্টা করেছি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর পরিষদের প্রথম সভায় উপজেলা পরিষদের সকল দফতরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি মুক্ত থাকার আহ্বান জানিয়েছি। ফলে সদর উপজেলা পরিষদে কাউকে হয়রানির শিকার হতে হয় না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ময়মনসিংহের মধ্যে সদর উপজেলা পরিষদকে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে দিন-রাত কাজ করেছি। আমার দৃঢ় বিশ্বাস সদরবাসী আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করে তাদের সেবা করবার সুযোগ করে দিবেন। সবার সহযোগিতা নিয়ে ময়মনসিংহ সদর উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, আশরাফ হোসাইন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই উপজেলার কৃষি খাত, পানি সরবরাহ, শিক্ষা, মানব সম্পাদ উন্নয়ন, কুটির শিল্প, হাট বাজারের উন্নয়ন, স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা, সামাজিক অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও যোগাযোগ খাত এবং ক্রীড়া ও সংস্কৃতিক খাতের ব্যাপক উন্নয়ন করেছেন।

তিনি ছাত্রলীগ থেকেই রাজনীতির মাঠে সক্রিয়, সদর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের ভালবাসায় সফল একজন উপজেলা চেয়ারম্যান। আশরাফ হোসাইন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অসংখ্য মসজিদ,মাদ্রাসা,স্কুল-কলেজ, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক।