অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জে ১৩ বছর বয়সি ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে মামাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মো. হৃদয় মিয়া তাড়াইল থানার রাউতি গাবতলী এলাকার বাসিন্দা। শনিবার (৩০ মার্চ) রাতে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয়রা হৃদয়কে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ওই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় হৃদয়কে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুটির বাবা-মা বাড়ি ছিলেন না। খালি বাসায় গিয়ে হৃদয় ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যায় এবং তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে হৃদয়কে আটক করে নিয়ে যায়। সম্পর্কে হৃদয় শিশুটির মামা হন।