শেরপুর সংবাদদাতা : শেরপুর পৌর শহরের শেরীব্রীজ সংলগ্ন শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাটুর নিচ থেকে কাটা পা দুটি উদ্ধার করা হয়। ৩১ মার্চ রবিবার দুপুরে স্থানীয়রা পা দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পা দুটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করে পাশে প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করে। তবে দেহের বাকি অংশের খোঁজ এখনও পাওয়া যায়নি। পা দুটি পুরুষ নাকি মহিলার সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি।

শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও একাধিক গোয়েন্দা ইউনিট লাশের পরিচয় সনাক্তে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, খন্ডিত পায়ের অংশগুলো বস্তায় ভরে কেউ হয়তো ফেলে রেখে গেছে। কুকুর এই পা গুলো বের খাওয়ার জন্য বের করলে দুর্গন্ধ ছড়িয়ে পরলে এলাকাবাসীর নজরে আসে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পা গুলো উদ্ধার সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় ডিবি ও সিআইডি’র ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ ও অনুসন্ধান কাজ করছেন।

ঘটনাস্থল পরিদর্শনে আসার সময় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম কে সাংবাদিকরা ঘটনার ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, এখন এই ব্যপারে কিছু বলা ঠিক হবেনা। পা দেখে মানুষ চেনা সম্ভব নয়। বিষয়টি তদন্ত করে বিস্তারিত আপনাদের জানাতে পারবো।