স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম রবিকে অব্যাহতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির এক জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম সোহেল।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম সোহেল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও ন্যায্য মূল্যের পণ্য বিতরণে নিয়ম বহির্ভূত অতিরিক্ত অর্থ আদায় প্রমানিত হওয়ায় ২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম রবিকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।