জামালপুর সংবাদদাতা : জামালপুরে দেওয়ানগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন মেরামত করতে গিয়ে পরিত্যক্ত রান্না ঘরের চিমনি থেকে বিরল প্রজাতির একটি গন্ধগোকুলসহ প্রাণীটির চারটি শাবক উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।
সোমবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার ভেতর অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল সুমন ক্রান্তি চৌধুরীর কোয়ার্টার থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়।
এএসপি সুমন ক্রান্তি চৌধুরী বলেন, আমি যে কোয়ার্টারে থাকি সেখানে মেরামতের কাজ করা হচ্ছিলো। তো যেখান থেকে গন্ধগোকুলের বাচ্চাগুলোকে উদ্ধার করা হয়েছে সেটি একটি রান্না ঘরের পরিত্যক্ত চিমনি। হঠাৎ দুপুরে শ্রমিকরা বাচ্চাসহ গন্ধগোকুলটিকে দেখতে পেলে আমাকে জানায়। আমি গিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের খবর দিলে বিকেলে এসে তারা সেই প্রাণীগুলোকে উদ্ধার করে।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের শেরপুর রেঞ্জ অফিসার মঞ্জুরুল হক বলেন, আমাদের কাছে খবর আসার পর ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলোকে নিরাপদে অক্ষত অবস্থায় উদ্ধার করি। একটি মা গন্ধগোকুলসহ তার চারটি বাচ্চা সেখানে ছিল। বর্তমানে প্রাণীগুলো আমাদের অফিস ক্যাম্পাসে রয়েছে। আপাতত এখানেই প্রাণীগুলো থাকবে।