ভালুকা প্রতিনিধি : ভালুকার পাশর্^বর্তী সখিপুর উপজেলায় মর্মান্তিক এক মোটর সাইকেল দুর্ঘটনায় কাজিম উদ্দিন ওরফে নাহিদ(২২) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত নাহিদ ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামের রফিকুল ইসলাম দুদুর ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বড়চওনা-সখিপূর সড়কের বেলতলী নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানাযায়, সৌদি প্রাবাসী নাহিদ দেড় মাস পূর্বে দেশে ফিরে একটি নতুন এফজেড মোটর সাইকেল কিনেন। ঘটনার দিন সকালে নব বিবাহিত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের ঈদের কেনা কাটার করার জন্য স্বস্ত্রীক মোটর সাইকেল যোগে টাঙ্গাইলের সখিপূর সদরে বাজার করতে যান। কেনা-কাটা শেষে নাহিদ তাঁর স্ত্রীকে অটোরিক্সা যোগে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে মোটর সাইকেলটির ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।