ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় মডেল থানা পুলিশ গত বৃহষ্পতিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উথুরা ইউনিয়নের চান্দের বাজারে ‘খোরশেদ স্টোর’ নামের একটি দোকান থেকে ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে চিনি জব্দ করে। ওই ঘটনায় দোকান মালিক খোরশেদ আলমকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, চুরাই চিনি মওজুদের খবরে ভালুকা মডেল থানা পুলিশ গত বৃহষ্পতিবার সন্ধ্যায় উপজেলার উথুরা ইউনিয়নের চান্দের বাজারে ‘খোরশেদ স্টোর’ নামের দোকানে অভিযান চালায় এবং ১৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। ওই সময় থানা পুলিশ দোকান মালিক খোরশেদ আলমকে আটক করে। ওই ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশের এসআই নজরুল ইসলাম বাদি হয়ে খোরশেদ আলমসহ দুই জনকে আসামী করে থানায় একটি মামলা করেন। পরে ওই মামলায় মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার (০৫ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ জানান, ভারতীয় চিনিসহ গ্রেফতারকৃত মোঃ খোরশেদ আলমকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামী গ্রেফতার অভিযান চলছে।