স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাব সদস্য ও উপদেষ্টাদের নিয়ে দোয়া-ইফতার মাহফিল এবং প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে নগরীর খন্দকার রেস্তোরায় অধ্যক্ষ লে.কর্নেল (অব) ড. মো.শাহাব উদ্দীন এর সভাপতিত্বে এ দোয়া-ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহাম্মদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্ঠা প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. চান মিঞা, প্রবীণ সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাংবাদিক এ এইচ এম মোতালেব, কবি ও সাহিত্যিক ইয়াজদানি কুরাইশী কাজল, নিরাপদ সড়ক চাই আন্দোলন ময়মনসিংহ শাখার সভাপতি আব্দুল কাদের চৌধূরী (মুন্না), সমাজ সেবক ও ব্যবসায়ী আনিসুর রহমান আনিস, অবসরপ্রাপ্ত এএসপি মাসুদ রানা, প্রফেসর মো. সামছুজ্জামান বিদ্যুৎ, উসমান গণি সুমন, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ ইয়ামিন প্রমুখ।

আলোচনা শেষে অধ্যক্ষ লে.কর্নেল (অব) ড. মো.শাহাব উদ্দীনকে সভাপতি ও অবসরপ্রাপ্ত এএসপি মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে প্রকৃতি ও জীবন ক্লাবের ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়। প্রকৃতি ও জীবন ক্লাবের অপরাপর কর্মকর্তারা হলেন সহসভাপতি প্রফেসর মো. সামছুজ্জামান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক উসমান গণি সুমন, অর্থ সম্পাদক মো. তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন কুমার সরকার, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক প্রফেসর রোখসানা বেগম ডালিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহীন তাজ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইয়ামিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. কুদরতে এলাহী। অনুষ্ঠানে শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অধ্যক্ষ লে.কর্নেল (অব) ড. মো.শাহাব উদ্দীন মোনাজাত পরিচালনা করেন।