কিশোরগঞ্জ সংবাদদাতা ; কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যুর ঘটনা ঘটেছে। ভৈরব রেলওয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা নিয়ে আসে।

শনিবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক নয়ন সরকার বলেন, ৯৯৯ এ কল পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে ছিল নীল বেগুনী রংয়ের চেক লুঙ্গি। ধারণা করা হচ্ছে কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।