শেরপুর প্রতিনিধি ; শেরপুরের শ্রীবরদীতে খড়িয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের মরহুম রুহুল আমিন এর মৃত্য দাবীর চেক হস্তান্তর ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ. ডি এম শহিদুল ইসলাম।
এ সময়, মাওঃ মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন মো. মাসুম তালুকদার, ডেপুটি জেনারেল ম্যানেজার, মো. সেলিম আল জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা. ফাতেমা, মোছা. আসমা আক্তারসহ বিভিন্ন বীমার গ্রাহকগন উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম রুহুল আমিনের স্ত্রীর হাতে গ্রাহকের দাবি অনুযায়ী ১ লক্ষ লক্ষ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।