ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামে নদীর পানিতে ডুবে তাহসিন জামান নাফি (৮)নামে এক স্কুল ছাত্রের মর্মান্তি মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে কংশেরকুল গ্রামের সুতিয়া নদীতে। নিহত নাফি ওই গ্রামের কামরুজ্জামান কামালের ছেলে। সে কংশেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র ছিল।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নাফি বাড়ির পাশে সুতিয়া নদীতে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তার বাবা নদীর পানিতে নেমে পানিতে ডুবন্তাবস্থায় নাফিকে খুঁজে পায় এবং মৃতবাস্থায় উদ্ধার করেন। ঘটনাটি নিশ্চিত করেছেন ৫নং বিরুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হোসাইন।