অনলাইন ডেস্ক : শরীয়তপুরে মিথিলা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীয়তপুর জেলা শহরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে পড়াশোনা করতেন তিনি।
পুলিশ মিথিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রোববার (৭ এপ্রিল) বিকেলে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামে এ ঘটনা ঘটেছে। মিথিলা সেলিম সরদার ও নাজমা বেগম দম্পতির মেয়ে।
জানা গেছে, পরিবারের সবার সঙ্গে সেহেরি খেয়ে ঘুমাতে গিয়েছিলেন মিথিলা। পরে সারাদিনেও সে তার ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে বিকেলে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান জানালার গ্রিলের সঙ্গে তোয়ালে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মিথিলা।
পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, উত্তর পালং এলাকা থেকে মিথিলা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।