দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শেখ ফরিদ (১৮) নামের এক তরুণ।
সোমবার সকালে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ন প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অব¯’ায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত তরুণ শেখ ফরিদ ওই এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা নিতো। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে তার মায়ের কাছে ৪০০ টাকা চান। তার মা টাকা নেই জানালে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর রাতে বাড়ি ফিরেনি। সোমবার সকালে তাদের ঘরের পাশেই একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পায় প্রতিবেশী সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে ফরিদ নামে ওই তরুণ। লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।