কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩১ ও পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঁঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি পালা-নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য মোঃ আশরাফ উদ্দিন, শিল্পী প্রদীপ চন্দ্র সাহা, সুসেন রায়, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।