স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তরুণদের উদ্যোগে শতাধিক এতিম ও অনাথ শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সোমবার উচাখিলা ইউনিয়নের আলিনগর নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় তরুণ শিক্ষার্থী শেখ সায়মন পারভেজ হিমেলের নেতৃত্বে নুরুল আমিন, মুস্তাফিজ, ফয়সাল, নয়ন, রাকিবুল, সেলিমসহ ২০জনের একটি স্বেচ্ছাসেবক তরুণ দল অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান লেলিন। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মোঃ ফারুক মিয়া ও মো: চুন্নু হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আয়োজক কমিটির মুখপাত্র শেখ সায়মন পারভেজ হিমেল।
তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অতিথি অধ্যক্ষ মনিরুজ্জামান লেলিন বলেন, আমি সবসময় তরুণদের ভালো কাজের পাশে আছি। আজকে এই এতিম শিশুরা আমার সন্তান সমতুল্য, আমি সব সময় তাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তাছাড়াও সমাজের বিত্তবানদের এতিম ও অনাথ শিশুদের পাশের থাকার আহবান জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথির পক্ষ থেকে সকল শিশুদের ও তরুণ স্বেচ্ছাসেবকদের ইফতার বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবক তরুণরা বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।