নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪ গ্রাম হেরোইনসহ মো: আব্দুল হালিম (৩৮) ও মো: সুমন (২৮) নামের দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো: আব্দুল হালিম উপজেলার দক্ষিণ নাকশী গ্রামের মো: আবু বক্কর সিদ্দিক এর পুত্র এবং মো: সুমন শেরপুর সদর উপজেলার বটতলা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।

সোমবার দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রবিবার রাতে কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকশী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, গ্রেফতারকৃত মো: আব্দুল হালিম ও মো: সুমন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এর ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।