ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঈদুল ফিতরের ছুটিতে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে ব্যাপক বিড়ম্বনায় পোহাতে দেখা যায়। এ সময় যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, পিকআপে করে মানুষকে যেতে দেখা যায়। যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ।

সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক ছিল। দুপুরের পর থেকে মহাসড়কে যাত্রীর চাপ বাড়ার পাশাপাশি যান চালাচল বাড়তে থাকে। বিকাল থেকে ঢাকা ময়মনসিংহে লেনে গাড়ির লম্বা লাইনের সৃষ্টি হয়। দেশে অন্যতম শিল্পাঞ্চল ভালুকা এখানে ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক মিল কারখানা রয়েছে। এ মিলে কয়েক লাখ শ্রমিক তাদের পরিবার নিয়ে আশপাশে ভাড়াবাসা নিয়ে থাকেন। দুপুরে পর সব মিল কারখানা একসাথে ছুটি হওয়ায় মিল শ্রমিকরা তাদের পরিবারের লোকজন নিয়ে এক যোগে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে সড়কে যাত্রীবাহী বাসের স্বল্পতা দেখা দেয়। এ সময় ঘরমুখো মানুষ পিকআপ, ট্রাককে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। সড়কে যাত্রী বেশি থাকায় যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। সড়কে নির্বিঘেœ গাড়ি চলাচলের জন্য জেলা ট্রাফিক পুলিশ,হাইওয়ে থানা পুলিশ, থানা পুলিশের আশপাশি পার্শ্ববর্তী থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে মহা সড়কে দায়িত্ব পালন করতে দেখা যায়। ভালুকা বাসস্ট্যান্ডে তেমন যানজট দেখা না থাকলেও সিডস্টোর ও জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় যানজট দেখা যায়।