গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়ন পরিষদে সোমবার সকাল থেকে দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচির আওতায় চাল বিতরণের তারিখ পূর্ব নির্ধারিত থাকলেও তা স্থগিত করা হয়েছে। বিষয়টি সুবিধা ভোগীদের না জানানোর কারণে প্রায় তিন হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।

জানা যায়, এ পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন কাদের রুবেল গত সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সাময়িক বহিষ্কার হয়েছেন। বিধি অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ মোঃ হারুন খান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ কর্মসূচির ২৭ টনের বেশি চাল উত্তোলন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিয়মানুযায়ী বিতরণের পূর্বেই সুবিধা ভোগীদের মাঝে স্লিপ বিতরণ করতে হয়। কিন্তু এসব স্লিপ বিতরণ করেছেন বহিষ্কৃত চেয়ারম্যান রোবেল। বিষয়টি রবিবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন খান জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। বহিষ্কৃত চেয়ারম্যান পরিষদের কোনরূপ দায়িত্ব পালনের সুযোগ না থাকায় সোমবার চাল বিতরণ স্থগিত রাখার নির্দেশ দেন তিনি। কিন্তু স্থগিতের বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হারুন খান সুবিধা ভোগীদের জানাননি। যে কারণে সকাল থেকে ইউনিয়নের দুর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ পরিষদের সামনে জড়ো হতে থাকেন।

রাইশিমুল গ্রামের মোঃ আব্দুল গফুর (৮৫) বলেন, পরিষদে চাল দেওয়ার কথা। আমি অসুস্থ শরীর নিয়া এতো দুর থেকে আসছি, এসে দেখি এখানে কেউ নাই।

একই অভিযোগ করলেন পাত্রাইল গ্রামের ফারুক মিয়া। তিনি বহুদুর থেকে এসেছেন। ১০০ টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছে। এসে জানলেন চাল বিতরণ স্থগিত, কাল হয়তো দিবো।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হারুন খান সুবিধা ভোগীদের হয়রানির বিষয়টি স্বীকার করে বলেন, বহিষ্কৃত চেয়ারম্যান তাঁর নিজের নামে স্লিপ বিতরণ করেছে, যা আইন বহির্ভূত। বিষয়টি ইউএনও স্যারকে জানালে তিনি বিতরণ স্থগিত রাখতে বলেছেন।

এব্যাপারে জানতে বহিষ্কৃত চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন কাদের রুবেলের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ বলেন, চেয়ারম্যান রোবেল সাময়িক বহিষ্কৃত হওয়ায় পরিষদের কোন দায়িত্ব পালনের সুযোগ নেই। নিজ নামে ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ বিতরণ করায় তা স্থগিত রাখা হয়েছে। মঙ্গলবার চাল বিতরণ করা হবে।