মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এরআগে রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌরশহরের কাজিয়াটি গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মো. ফয়সাল আহম্মেদ (২৭) ও একই গ্রামের মৃত এলাজ উদ্দিনের ছেলে বাঁধন মিয়া (২৬)।

পুলিশ ও স্থানী সূত্রে জানা গেছে, মাদক কেনা-বেচার গোপন খবরে রোববার রাতে কাজিয়াটি এলাকায় অভিযান চালায় মোহনগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় তাদের মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।