পূর্বধলা সংবাদদাতা : বাংলাদেশ ছাত্রলীগ, নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি শাহিনুর রহমান বাবলুর উদ্যোগে পূর্বধলা বাজারে অসহায় ও পথচারী মানুষদের মধ্যে সেহরি বিতরণ করা হয়েছে।
(৮ এপ্রিল) সোমবার দিবাগত ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান বাবলু, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রাশেদুল ইসলাম সহ কয়েকজনকে সঙ্গে নিয়ে পূর্বধলা বাজারে সেহরী বিতরণ করেন।
এ প্রসঙ্গে শাহিনুর রহমান বাবলু বলেন, দেশরত্ন শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে আশেপাশের কোনো মানুষ বিশেষ করে অসহায়, শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, এর আগেও নিজ এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ, মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে ওসি রাশেদুল ইসলাম বলেন,শাহিনুর রহমান বাবলুর এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।