জামালপুর সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার (১৭) মো. নাছিরের ছেলে ও জীবন (২২) মো. খোরশেদের ছেলে। তাদের বাড়ি উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকায়।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকায় দুই মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। গুরুতর আহত জীবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার তাড়াটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তোফাজ্জল বলেন, ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি মোটরসাইকেলেই চালকসহ তিনজন করে ছিলেন। দুজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে ও অপরজন ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।