নেত্রকোণা সংবাদদাতা : নেত্রকোণার কেন্দুয়ায় একদিনে পৃথক স্থানে দুটি আতœহত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সাহরির পর উপজেলার তেতুলিয়ার গ্রামের কলেজছাত্র সাজ্জাত (২৬) ও একই দিন সন্ধ্যায় উপজেলার গগডা ভূইয়াপাড়া সাবেক বিজিবি সদস্য হাশেম (৩০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সাজ্জাত তেতুলিয়া গ্রামের বকুল মিয়ার ছেলে ও চট্টগ্রাম সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। আর হাশেম মোজাফরপুর ইউনিয়নের গগডা ভূইয়াপাড়া ফজলুর রহমানের ছেলে ও সাবেক বিজিবি সদস্য।

জানা যায়, মঙ্গলবার সাহরির সময় ঘরের ভেতরে বিদ্যুতের তার গলায় জড়িয়ে আত্মহত্যা করেন সাজ্জাত। অপরদিকে নিজ বসত ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন হাশেম।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক জানান, নিহত সাজ্জাতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে নিহত হাশেমের লাশ থানা হেফাজতে রাখা হয়েছে এবং আগামীকাল বুধবার ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।